দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ০১ নভেম্বর ২০১৫: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ (বিজিবিএম, পিএসসি, জি) বলেছেন বাংলাদেশ সীমানত্মে বিজিবি’র কার্যক্রমকে আরো গতিশীল করার জন্যই বিজিবি ব্যাটালিয়নের সম্প্রসাণ করা হচ্ছে৷ এ কারনেই ৫৮ বিজিবি ব্যাটালিয়নের যাত্রা শুরু করা হলো৷ এই ব্যাটালিয়নের কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের বিএসফের সঙ্গে তারতম্য কিছুটা হলেও কমে আসবে৷ ভারতের প্রতি ৪-৫ কিলোমিটারের মধ্যে এককটি বিএসএফ ক্যাম্প৷ আর বাংলাদেশে সেটা ২০-২৫ কিলোমিটারের বেশী দুরে হওয়ায় সীমানত্ম নিয়ন্ত্রনে কিছুটা সমস্যা হচ্ছে৷ নতুন নতুন বিজিবি ব্যাটারিয়ন যাত্রা শুরু করায় সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে৷ তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমানত্মবর্তী এলাকার সড়ক যোগাযোগ উন্নত করার জন্য পদৰেপ গ্রহন করেছেন৷ এর ফলে অচিরেই সীমানত্মে সড়ক যোগাযোগের উন্নয়ন হবে এবং সীমানত্মে বিজিবি’র কার্মকান্ডে আরো গতিশীলতা পাবে৷ এছাড়া তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় বর্ডার হাট স্থাপনের কাজ চলছে৷ দু’দেশের অবস্থানের সমন্বয় ঘটলে এ জেলায় বর্ডার হাট চালু হয়ে যাবে৷ এছাড়া আলোকিত সীমানত্ম প্রকল্পের কাজের ৰেত্রে কিছুটা জটিলতা থাকায় চুয়াডাঙ্গায় এটার কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে৷ তিনি আরো বলেন, আজ (১ নভেম্বর’২০১৫) হতে নারী বিজিবি সদস্য নেওয়ার কাজ শুরু হয়েছে৷ প্রথম ৫০ জন নারী বিজিবি সদস্যের জন্য ৮ হাজার আবেদন পত্র জমা পড়েছে৷ এতে বোঝা যাচ্ছে নারীরাও সীমানত্ম রৰার কাজে নিয়োজিত হতে ইচ্ছুক৷ নারী বিজিবি সদস্য নিয়োগের মাধ্যমে এদেশে একটি পূর্নাঙ্গ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে৷ তিনি বলেন, ভারতের সদিচ্ছার কারনে সেদেশ থেকে অবৈধ ফেনসিডিল ও মাদকের পাচার কমে আসছে৷ তারাও চাচ্ছে এটা নিয়ন্ত্রন হোক৷
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম;পিএসসি জি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজ রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নতুন ৫৮-বিজিবি ব্যাটালিয়নের পতাকা তোলার অনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা গুলো বলেন৷ তিনি জানান, বিজিবি এবছর নতুন ৪টি রিজিওন, ৪টি সেক্টর ও ১১ টি ইউনিট চালু করতে যাচ্ছে৷ তিনি আরো বলেন, বিজিবি এদেশের প্রত্যেকটি কাজে সংপৃক্ত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজে নিয়জিত রাখতে চাই৷ চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এসএম মনিরুজ্জামানের (বিজিবিএম) সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ উদ্দিন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা.মং সহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷