দৈনিকবার্তা-ঢাকা, ০১ নভেম্বর ২০১৫: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। নতুন মুখ হিসেবে দলে ঢুকেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।আগামীকাল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৫ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচ শেষে ৭ নভেম্বর ওয়ানডে সিরিজ খেলতে নামবে সফরকারীরা।৭, ৯ ও ১১ নভেম্বর সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ নভেম্বর হবে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।