দৈনিকবার্তা-ঢাকা, ০১ নভেম্বর ২০১৫: তুরস্কে রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরম্ন হয়েছে৷ গভীরভাবে বিভাজিত দেশটিতে এই নির্বাচনকে খুবই গুরম্নত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে৷ দেশজুড়ে এক লাখ ৭৫ হাজার ভোটকেন্দ্রে ভোট দেবেন পাঁচ কোটি ৪০ লাখ ভোটার৷ দেশটির পূর্বাঞ্চলে সকাল সাতটা থেকে বিকেল চারটা এবং পশ্চিমাঞ্চলে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যনত্ম ভোটগ্রহণ চলবে৷
গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ জুনে অনুষ্ঠিত নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় দ্বিতীয়বারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ গত ১৩ বছরে এই প্রথম জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংৰেপে একে পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়৷ এমনকি দেশটিতে জোট সরকার গঠনের প্রচেষ্টাও সফল হয়নি৷ বরং দেশটি বিভাজিত হয়ে সংঘাত সংঘর্ষের ৰেত্রে পরিণত হয়৷
গত কয়েক সপ্তাহের সহিংসতার কারণে নির্বাচনে নিরাপত্তার বিষয়টিকে গুরম্নত্বের সঙ্গে দেখা হচ্ছে৷প্রেসিডেন্ট এরদোগানের গড়া একে পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে শনিবার তিনি এমন প্রতিশ্রুতিই দিলেন৷এদিকে বিশ্লেষকরা বলছেন, রোববারের নির্বাচনে ৫৫০ আসন বিশিষ্ট পার্লামেন্টে একে পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তারা হয়তো দেশটির মূল সেক্যুলারিস্ট বিরোধী সিএইচপি কিংবা জাতীয়তাবাদী এমএইচপি’র সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনায় বসবে৷