images-12

দৈনিকবার্তা-সুনামগঞ্জ, ০১ নভেম্বর ২০১৫: সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তিন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেলারসহ দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্থ করা হয়েছে৷ রোববার দুপুরে তাদের বরখাস্থ করা হয়৷ তাত্‍ক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি৷ ঘটনার ব্যাপারে জানতে সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের সরকারি মোঠোফোন ও কারাগারের ক্লার্ক শামসু মিয়ার মোঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কল রিসিভ করেননি৷

প্রসঙ্গত, ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে সুনামগঞ্জ জেলা কারাগার এলাকায়৷ পরে রোমেন (২২) ও পাপ্পু (২০) নামের দুই আসামিকে পূণরায় গ্রেফতার করে ছাতক থানা পুলিশ৷ অপর আসামি তারেক (২২) এখনো পলাতক রয়েছেন৷ এরা তিনজনের বাড়ি ছাতক উপজেলায়৷ এর আগে গত ২৫ অক্টোবর রোববার তাদেরকে একটি দ্রুত বিচার আইনে ছাতক থানা পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন৷