দৈনিকবার্তা-ঢাকা, ৩১ অক্টোবর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।আমরা এ ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত করতে ঐকবদ্ধভাবে কাজ করছি। শনিবার শ্যামপুর আরআরএম রি-রোলিং মিলসের একটি উৎপাদন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিলের চেয়ারম্যান সুমন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আওয়ামী লীগ নেত্রী এডভোকেট সানজিদা খাতুন এমপি প্রমুখ।
আসাদুজ্জামান খান কামাল দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল তা আমরা নির্মূলের জন্য যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদের স্থান হবে না।তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হলো ৩ হাজার মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন সাধন করেছে।তিনি বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে হেলিকপ্টার প্রদান করা হয়েছে। নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সৃষ্টি করে জনগণের নিরাপত্তায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দেশকে উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।