Thak Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩১ অক্টোবর ২০১৫: ঠাকুরগাঁওয়ের গিন্নী দেবী আগড়ওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, কলেজের সহকারী অধ্যাপক বদিরুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিন্নী দেবী আগড়ওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহাকারী অধ্যাপক গোলাম মোস্তফা।আলোচনা সভা শেষে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।