Jhenaidah BNP Photo-2
দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩১ অক্টোবর ২০১৫:
বিএনপি এক মহাসমুদ্র, সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের যেমন কিছু যায় আসে না, ঠিক তেমনি বিএনপি থেকে কেউ পদত্যাগ করলেও দলের কিছু ক্ষতি হবে না- ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান একথা বলেন। শনিবার সকাল ১১টায় হরিণাকুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম.এ.মজিদ, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুল আলিম, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, প্রভাষক কামাল হোসেন, সাজেদুর রহমান পপপু, আশরাফুল ইসলাম, মীর ফজলে এলাহী শিমুল সহ জেলার নেতৃবৃন্দ।সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যাক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এসময় জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।