Jhenidah rally and meeting photo 31-10-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩১ অক্টোবর ২০১৫: “নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভূক্তি সুনিশ্চিতকরণ” এ শ্লোগানে আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে মিলিত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রবীণ হিতেষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, প্রাক্তন উপ-সচিব মহাকবি আবু বক্কর সিদ্দিক, প্রবীণ হিতেষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার প্রতিষ্ঠাতা আমির হোসেন মালিতা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ হিতেষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী।