বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

দৈনিকবার্তা-জামালপুর, ৩১ অক্টোবর ২০১৫: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খুব শীঘ্রই জামালপুরে ৫শ’ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মান করা হবে। সেই সঙ্গে বর্তমান সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ইতিমধ্যেই ৬ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেওয়াসহ নতুন করে আরো ১০ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া রয়েছে। সেজন্য নার্সদের প্রশিক্ষিত করে তাদের চাকুরী ক্ষেত্রে বয়সসীমা ৩৬ বছর করা হয়েছে। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন ও জামালপুর মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দীন, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ ওয়াকিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।