akb-1

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ অক্টোবর ২০১৫: বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রসারে সহযোগিতা বাড়াতে বিশ্বব্যাংক অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।এই পরিমাণ অর্থ দিয়ে ২ লাখ শিক্ষার্থী ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষা শেষ করতে পারবে।শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অতিরিক্ত এই ১০ কোটি ডলার বিশ্বব্যাংকের চলমান স্কিলস্ এন্ড ট্রেনিং ইনহেন্সমেন্ট প্রকল্পে (এসটিইপি) সংযোজন করা হবে। বর্তমানে প্রকল্পটি ১৭ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে।এর সাথে আরো ১০ কোটি ডলার যুক্ত হওয়ায় প্রকল্পের কর্মপরিধি বিস্তৃত হবে।এসটিইপি প্রকল্পের আওতায় ইতোমধ্যে এক লাখ ১০ হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে।