photo-1444131659

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ অক্টোবর ২০১৫: বিএনপির কেউ দল ত্যাগ করায় আনন্দিত না হয়ে আওয়ামী লীগকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যত দিন আছে, তত দিন মনে হবে ঠিক আছে। কিন্তু ভেতরে- ভেতরে কত দূর যে ক্ষয় হয়ে যাচ্ছে,এটা তাদের বোঝা উচিত।শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আইনজীবী ফোরামের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পার্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর পদত্যাগের পর আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সমশেরের পদত্যাগ নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে। সমশের মবিন স্বাস্থ্যগত কারণে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না। তাদের আনন্দিত হওয়ার আর তেমন কোনো কারণ নেই বলেই বোধ হয় একটু আনন্দিত হয়েছে।বিএনপির আরও অনেকে দল ছাড়তে পারেন আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের জবাবে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা যা ভাবে, তারা সেটাই বলতে পছন্দ করে। তিনি বলেন, এটা যদি তাদের (আওয়ামী লীগ) নেতাদের স্বপ্ন হয়, তাহলে আমি বলব সেটা দুঃস্বপ্ন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিনের উপর চাপ তৈরি করে ক্ষমতাসীনরা দল ছাড়তে বাধ্য করেছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপিতে ভাঙনের সুর- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, এটা তাদের দুঃস্বপ্ন। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। আর যারা মুক্তিযুদ্ধের সময় পলায়নপর ছিল তারাই মূলত জনগণের মধ্যে বিভ্রান্তি ও কৌতুহল সৃষ্টির জন্য এ ধরনের কথা বলছেন।আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, বিএনপির কে কে চলে গেল সেদিকে খেয়াল না করে নিজেদের ঘর সামাল দেন।শমসের মবিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শমসের মবিন বিএনপি থেকে পদ্যত্যাগ করেননি। তার উপরে মিথ্যা মামলা দিয়ে, চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি করে এবং পাসপোর্ট আটকে রেখে সরকার তার উপর চাপ সৃষ্টি করেছে বিএনপি থেকে পদত্যাগের জন্য।

বেগম খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ম্যাডামের চিকিৎসা এখনো শেষ হয়নি। চিকিৎসা শেষ হলেই তিনি যথাসময়ে দেশে ফিরবেন। কিন্তু ক্ষমতাসীনদের কিছু বলার নেই বলে তাকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে চলেছেন।সাংবাদিকদের উদ্দেশ্যে নজরুল বলেন, বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে না। তাই কেউ যদি বিএনপি নেতাদের উপরে মিথ্যা হত্যার দোষারোপ করে তাহলে সেই বিষয়ে আগে আপনারা আমাদের জিজ্ঞেস করুন- প্রকৃত ঘটনা কী।এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।