দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: হোসেনী দালানে গ্রেনেড হামলার ঘটনায় আহত মো. জামালউদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে৷বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান৷ জামালউদ্দিন লালবাগ থানার ২২ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোড এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে৷ তিনি লেস-ফিতা বিক্রেতা ছিলেন৷ তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ধাটিয়া গ্রামে৷এর আগে হামলার রাতে নিহত হন দক্ষিণ কেরাণীগঞ্জের সানজু (১৫)৷
ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেনেড হামলার ঘটনায় আহত মোট ১৬ জন ঢামেকে চিকিত্সাধীন ছিলেন৷ এর মধ্যে জামালউদ্দিন আজ সকালে মারা গেলেন৷ আহতদের মধ্যে আরেকজন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন৷ এখন সেখানে সেখানে ভর্তি রয়েছেন ১৪ জন৷২৩ অক্টোবর রাত ২টার দিকে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর হোসেনী দালানে গ্রেনেড হামলার ঘটনা ঘটে৷ এতে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব চড়াইলে শুভাট্টা উত্তর পাড়ার বাসিন্দা ও সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন সানজু নিহত হন৷