1446127870

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৯ অক্টোবর ২০১৫: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রানত্ম সংসদীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যারা উন্নয়নের বাধা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ ৯৬ তে গোপালগঞ্জের যে উন্নয়ন কর্মকান্ড হাতে নেওয়া হয়েছিল তা খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল৷ এখানে উন্নয়ন তো দূরের কথা সাধারণ মানুষ যে বাস করবে সে অবস্থাও রাখেনি৷

বৃহস্পতিবার বিকালে মরা মধুমতি নদীর তীরে শেখ রাসেল শিশু পার্কে অনুষ্ঠিত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷তিনি আরো বলেন, উন্নয়নের জন্য যোগাযোগ, বিদু্যত্‍ ও গ্যাস দরকার৷ জেলার উন্নয়নের জন্য ভোলা থেকে গোপালগঞ্জে গ্যাস দেওয়া হবে৷এর আগে তিনি ফতা কেটে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে অনুষ্ঠিত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন করে৷ উদ্বোধন শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷ মেলায় ১’শ ১০টি স্ট ল বসেছে৷