obaidul

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: যারা আইন তৈরী করছেন, তারাই আইন ভাঙছেন বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,সরকারের মন্ত্রীসহ প্রভাবশালী ব্যক্তিরা রাস্তায় আইন অমান্য করে চলাচল করছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে মোট ৫টি মেট্রোরেল করার পরিকল্পনা সরকারের রয়েছে।তিনি বলেন, রাজধানীতে মোট ৫টি মেট্রোরেল হবে। আরএসটিপি’তে বিষয়টি উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আজও কথা হয়েছে। একটি হবে আন্ডার রেললাইন, উপরেও রেললাইন হবে।মন্ত্রী বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ গ্রুপের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির এয়ার সাসপেনশন বিলাসবহুল এসি,নন-এসি বাসের বডি তৈরির কাজ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা গণপরিবহনে কিছু ভালোমানের বাস সংযুক্ত করতে চাই। আমি যখন ভিজিটে বের হই তখন দেখি কি পরিমাণ ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচল করছে।মন্ত্রী বলেন, আমাদের এতো অর্জন, বিদেশে আমাদের উন্নতি নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে, খেলাধুলায় আমরা কতো এগিয়েছি, অথচ ঢাকার রাস্তা দেখে লজ্জা পেতে হয়।দুই রাজধানীর দুই সিটি কর্পোরেশন মেয়রকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, ঢাকার রাস্তা অবৈধ দখল থেকে মুক্ত করেন, আমাকে প্রয়োজনে লিখিত অভিযোগ দেন, ব্যবস্থা নেবো।মন্ত্রী বলেন, আগামীতে জাতীয় নির্বাচন আসবে। নির্বাচন আসার আগেই যা করার করতে হবে।

ইফাত গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, নভেম্বরের প্রথম দিন থেকে রাজধানীতে অটোরিকশা চলবে মিটারে। আর চট্টগ্রামে ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। তিনি এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।ইফাদ গ্র“পের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, অশোক লিল্যান্ড ব্রান্ডের পরিবেশ বান্ধব এসি, নন-এসি গাড়ির বডি তৈরির জন্য ঢাকার ধামরাইয়ে ইফাদের নিজস্ব কারখানা গড়ে তোলা হচ্ছে।অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে ভারতের অশোক লিল্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বালাচন্দ্রান ভেনকাট সুব্রামানিয়াম, ইফাদ গ্র“পের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও ডিলাররা উপস্থিত ছিলেন।