65306_177

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দমহসিন আলীর আসনে (মৌলভীবাজার-৩) ৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।বৃহস্পতিবার এই আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৪ নভেম্বর বাছাই শেষে ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরদিন প্রতীক বরাদ্দ শেষে ৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ আসনের এই তফসিল ঘোষণা করেন।গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। তার আসনটি শূন্য হওয়ায় ১২ ডিসেম্বরের মধ্যে সেখানে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পাবার জন্য তার স্ত্রী, মেয়ে ছাড়াও জেলা পর্যায়ের নেতারা লবিং করছেন বলে জানা গেছে।ইতোমধ্যে মৌলভীবাজার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সমর্থন পেয়েছেন মহসিন আলীর স্ত্রী সায়রা মহসিন।এদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্বপ্ন পুরণ ও জনকল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় প্রার্থীতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার ইংঙ্গিত মিলেছে।মর্যাদাপূর্ণ মৌলভীবাজার-৩ আসনে ২০০৮সালে জাতীয় নির্বাচনে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর সাথে প্রতিদ্বন্ধীতায় জয়ী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী আওয়ামীলীগ শাসনামলে জেলায় প্রথম পূর্ণমন্ত্রীর মর্যাদা পান।