full_891990658_1429615918-680x365

দৈনিকবার্তা-মাদারীপুর, ২৯ অক্টোবর ২০১৫: মাদারীপুরের রাজৈর থানার স্বরমঙ্গল এলাকায় জোড়া খুনের দায়ে চারজনের মৃতু্যদণ্ডের আদেশ দিয়েছেন আদালত৷ এ ছাড়া অপর একজনের যাবজ্জীবন এবং নয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে৷

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবু্যনাল-১ এর বিচারক শাহেদ নূরুদ্দীন এ রায় ঘোষণা করেন৷ মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহিউদ্দিন হাওলাদার (পলাতক), সুহাগ হাওলাদার (পলাতক), হালিম সর্দার (উপস্থিত) ও হাবি শিকদার (উপস্থিত)৷ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় ফাঁসির আদেশ দেয়া হয়৷ এ ছাড়া শামসুল হক হাওলাদারকে (পলাতক) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷আসামি হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার জাহাঙ্গীর শিকদার, টুটুল হাওলাদার, মোস্তফা হাওলাদার, জিন্নাত খান ও ইদ্রিস শেখ ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে৷ এদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন৷অপরদিকে এ মামলা ১৪ আমামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে৷

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি জেলার রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় ঈদুল আজহার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক সমর্থিত সৈয়দ আলী মোল্লা ও সোলেমান মোল্লাসহ ৩৬ জনকে গুলি করে৷ ঘটনাস্থলে সৈয়দ আলী মারা যান আর চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান সোলেমান মোল্লা৷ ওই ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন৷২০০৩ সালের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়৷ অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০০৫ সালের ১১ অক্টোবর এ মামলার বিচার শুরু করেন আদালত৷