26927

দৈনিকবার্তা-ফেনী, ২৯ অক্টোবর ২০১৫: ফেনীতে বন বিভাগের সামাজিক বনায়নে অংশীদারিত্বের ভিত্তিতে প্রায় সাত কিলোমিটার বাগানের রক্ষনাবেক্ষন ও পরিচর্যার জন্য উপকারভোগীগের মাঝে বিক্রিত বাগানের মোট লভ্যাংশের ৫৫ শতাংশের সাড়ে নয় লাখ টাকার চেক প্রদান করা হয়৷বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী সদর উপজেলার আটজন ও পরশুরাম উপজেলার তিন জনসহ মোট ১১জন উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার৷

ফেনী বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আবু দাউদ মো. গোলাম মোসত্মফা, বন বিভাগ ফেনীর সিনিয়র কনসালটেন্ট (সি.এম.ও) মোঃ আনিছুর রহমান৷ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন বিভাগ ফেনীর প্রধান সহকারী মো. সাইদুল ইসলাম, পরশুরাম বন কর্মকর্তা আব্দুস সাত্তার, ছাগলানাইয়া বন কর্মকর্তা একরামুল হক প্রমুখ৷পরে উপস্থিত অতিথিবৃন্দ সামাজিক বনায়নে অংশীদারিত্বের ভিত্তিতে বাগানের পরিচর্যা ও দেখভালের জন্য উপকারভোগীদের মাঝে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আটজনকে ৭১ হাজার ৮শত ৬৩ টাকা হারে ও পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দুইজন ও মির্জানগর ইউনিয়নের একজনকে এক লাখ দুই হাজার পাঁচশত ৫২ টাকা হারে মোট ৯ লাখ ৫১ হাজার ৫শত ৬০ টাকার চেক বিতরণ করা হয়৷