দৈনিকবার্তা-পাবনা, ২৯ অক্টোবর ২০১৫: দেশের বহুল আলোচিত পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টার প্রধান আসামী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ ওরফে রাজন(২৫)কে বৃহস্পপতিবার ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷ গ্রেফতারকৃত রাকিব সদর উপজেলার মজিদপুর মধ্যপাড়া গ্রামের হোমিও ডা: আব্দুল মালেকের ছেলে৷
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রা্প্ত কর্মকতর্া ও মামলার তদনত্মকারী কর্মকতর্া বিমান কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানান, বৃহস্পতিবার পাবনা আমলী আদালত-২ এ হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সদর থানা পুলিশ সদর উপজেলার টেবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে৷
উলেস্নখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটর সাইকেলযোগে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে৷ এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ৷