nasim_(1)

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: সংসদ নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নয়তো সংস্থাটির বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এ হুঁশিয়ারি দেন।তিনি বলেন, টিআইবি সংসদ নিয়ে যে কথা বলেছে, তা ক্ষমার অযোগ্য ও গর্হিত।এক্ষেত্রে তারা বিএনপি-জামায়াতকেও ছাড়িয়ে গেছে। তাদের বক্তব্যে প্রমাণ হয়েছে এটা গভীর ষড়যন্ত্র। টিআইবিকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টিআইবির আয়ের উৎস কী, কারা এদের অর্থের যোগান দেয়, তা খতিয়ে বের করুন।

তিনি বলেন,দেশকে অস্থিতিশীল করার জন্যই দুই বিদেশি হত্যা ও আশুরার মিছিলে হামলা হয়েছে। এসব ঘটনা একইসূত্রে গাঁথা। এর সঙ্গে কারা জড়িত, কারা গডফাদার, গডমাদার, গডব্রাদার, সব বেরিয়ে আসবে।১৪ দলের মুখপাত্র অভিযোগ করেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরপরই দেশে এ ষড়যন্ত্র শুরু হয়েছে।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, টিআইবির কথা শুনে মনে হচ্ছে, তারা চেয়েছিল দেশে নির্বাচন না হোক, অসাংবিধানিক সরকার আসুক। সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে এখন এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে। তারা নির্বাচন চেয়েছে, এ অধিকার তাদের কে দিয়েছে?সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।