2015-10-29_3_795587

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: ইরাকে বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃংখল পইিস্থতির সৃষ্টি হয়েছে৷ সেখানে এ ধরণের বর্ষণের ফলে বাগদাদের বিভিন্ন রাসত্মা তলিয়ে গেছে এবং বিভিন্ন উদ্বাস্তু শিবির ক্ষতিগ্রসত্ম হয়েছে৷

বুধবার সন্ধ্যা থেকে বাগদাদে শুরু হওয়া এ ঝড়বৃষ্টি অত্যনত্ম অস্বাভাবিক ছিল৷ দীর্ঘ খরার পর এই প্রথমবারের মতো সেখানে এ ধরণের ভয়াবহ বৃষ্টিপাত হলো৷আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী বাগদাদের দুর্বল অবকাঠামো পরিস্থিতির কারণে সেখানে ব্যাপক বন্যা পরিলক্ষিত হচ্ছে৷ উল্লেখ্য, এ নগরীতে প্রায় ৮০ লাখ লোক বসবাস করে৷সামাজিক যোগাযোগ মাধ্যম ভয়াবহ এ বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে ছেয়ে গেছে৷ এসব ছবি ও ফুটেজে অনেক লোককে তাদের কর্মস্থলে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাতে দেখা যাচ্ছে৷ এরফলে সরকার বৃহস্পতিবার দেশে সরকারি ছুটি ঘোষণা করে৷এক ভিডিও ফুটেজে বাগদাদের একটি হাসপাতালের স্টাফকে কাপড়ের পুটলি নিয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ অপর এক ভিডিও ফুটেজে প্রবল স্রোতের টানে বিভিন্ন গাড়ি ভেসে যেতে দেখা যায়৷প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় বাগদাদের আনেক ঘরবাড়ির নিচ তলা পানিতে তলিয়ে যায়৷এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ও আগামী সপ্তাহ জুড়ে আরো বজ্রবৃষ্টির ইঙ্গিত দিয়েছে৷