98787_Untitled-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: ইতালিয়ান নাগরিক সিজার তাভেলা হত্যার নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের নাম উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তবে মালয়েশিয়ায় অবস্থানরত এম এ কাইয়ুম এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেছেন, সরকার তাকে বলির পাঠা বানাতে চায়৷ সরকার জজ মিয়া নাটক সাজাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি৷এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত ২০শে অক্টোবর আটক করে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন৷ যদিও পুলিশ এখন পর্যন্ত তা স্বীকার করেনি৷ এম এ কাইয়ুম গত ২৮শে এপ্রিল দেশত্যাগ করেন বলে জানা গেছে৷

এদিকে, ঢাকায় বিদেশি খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে এম এ কাইয়ুমকে শনাক্তের কথা বলার ১২ ঘন্টার মধ্যে সুর পাল্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, ওই বিএনপি নেতাকে সন্দেহের তালিকায় রেখেছেন তারা৷তিনি বলেন,যুগান্তর পত্রিকায় একজনের নাম প্রকাশ করেছে, আমি বলেছি, সে (কাইয়ুম) সন্দেহের তালিকায় রয়েছে, আমরা তাকেও সন্দেহ করছি৷গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা খুনের নির্দেশদাতা হিসেবে ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের নাম মঙ্গলবার রাতে প্রথমে একাত্তর টেলিভিশনকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

এরপর বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেছিলেন৷বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না- প্রশ্ন করা হলে তখন মন্ত্রী বলেন, হ্যাঁ৷ পুনরায় প্রশ্ন করা হলেও তিনি ‘হুঁ’ বলেছিলেন৷ বুধবার সচিবালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের কথা হয়নি৷আমি যেটা বলেছি, সেটা রিপিট করছি- আমি একাত্তর জার্নালকে বলেছি, যুগান্তর পত্রিকায় যেটা ছাপা হয়েছে যে, কাইয়ুম বিএনপির এক ওয়ার্ড কমিশনার, আমরা তাকে সন্দেহের তালিকায় রেখেছি৷ সে সন্দেহের তালিকায় রয়েছে৷তাকে (কাইয়ুম) ছাড়াও আরও অনেকজনকে সন্দেহ করেছি, তারাও সন্দেহের তালিকায় আছে৷তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর সোমবার পুলিশ বলেছিল, এক ‘বড় ভাই’য়ের নির্দেশে তারা হত্যাকাণ্ড ঘটায়৷পরদিন মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনীতিবিদ রয়েছে৷ তবে তখন কারও নাম বলেননি তিনি৷ রাতে কাইয়ুমের নাম বলেন৷বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম ঢাকা মহানগর কমিটিরও যুগ্ম আহ্বায়ক৷ সাদেক হোসেন খোকা মেয়র থাকার সময় তিনি গুলশান-বাড্ডা এলাকার কমিশনার ছিলেন৷

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গুলশান-বাড্ডা আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন কাইয়ুম৷ তবে তিনি এখন বিদেশে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে৷বিদেশি হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না- এ প্রশ্নে মঙ্গলবার রাতে মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, আমাদের তদন্ত হচ্ছে৷ তদন্ত শেষে বাদ বাকি জানা যাবে৷ঢাকায় তাভেল্লা খুনের পাঁচ দিনের মধ্যে এই মাসের শুরুতে রংপুরে জাপানি নাগরকি কুনিওকে একইভাবে গুলি চালিয়ে হত্যার পর জঙ্গি সংশ্লিষ্টতার দাবি উঠলেও তা প্রত্যাখ্যান করেছে সরকার৷পুলিশ বলছে, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্য থেকে বিদেশিদের হত্যা করা হয়৷দুই বিদেশি হত্যাকাণ্ডের পর পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানিয়ে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কবার্তা দিচ্ছে৷তাভেল্লা হত্যামামলায় গ্রেপ্তার একজন স্বীকারোক্তি দিয়েছেন, আরও তিনজন রিমান্ডে আছেন বলে জানান তিনি৷