earthquake_530757495

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: আফগানিস্তানে ভূমিকম্পের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি জেলা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।মঙ্গলবার রাতভর লড়াইয়ের পর বুধবার (২৮ অক্টোবর) সকালে ভূমিকম্প বিধ্বস্ত তাখার প্রদেশের দারকান্দ জেলাটি দখলে নেয় তারা। তবে, দারকান্দের দখল নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের ‘ব্যাপক যুদ্ধ’ হলেও’ সরকারিভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার (২৬ অক্টোবর) ভূমিকম্পের পর আফগানিস্তানের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দারকান্দ সেসব এলাকার অন্তর্ভূক্ত নয়। পুরো তাখার প্রদেশেই নিহত হয়েছে ১৫ জন। দারকান্দে কয়েকজনের আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তালেবানদের কাছে দারকান্দ জেলার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে তাখার পুলিশের প্রধান আবদুল খলিল আসির বলেন, ছয় ঘণ্টা লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তবে, লড়াইয়ে কোনো হতাহতের খবর দেননি তিনি।অবশ্য, এ যুদ্ধে ১২ পুলিশ নিহত ও আরও কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ।চলতি বছর অঞ্চল দখলে ব্যাপক লড়াই চালিয়ে আসছে তালেবান যোদ্ধারা। এরমধ্যে কেবল কুন্দুজ প্রদেশ দখলেই কয়েকবার আক্রমণ করে তারা। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু পার্বত্য এলাকা তালেবান যোদ্ধাদের দখলে রয়েছে।