দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ৷ জাতিসংঘের ডুয়িং বিজনেস (ব্যবসার পরিবেশ)-২০১৬ প্রতিবেদনে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম৷এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭২৷জাতিসংঘের ডুয়িং বিজনেস ২০১৬ তে ছয়টি সূচকে পিছিয়েছে বাংলাদেশ৷ এর মধ্যে ব্যবসা শুরু সূচকে আগে ছিল ১১১তম, যা এবার অবস্থান ১১৭তম, অর্থাত্ এ ক্ষেত্রে ছয় ধাপ পিছিয়েছে৷ এ ছাড়া নিবন্ধীকরণ সম্পদ (-১), ঋণপ্রাপ্তি (-৫), ক্ষুদ্র বিনিয়োগকারী রক্ষা (-১) ও কর পরিশোধ (-১) সূচকগুলোতে পিছিয়েছে বাংলাদেশ৷
ব্যবসা-বাণিজ্যের পরিবেশের ওপর বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক অর্থবিষয়ক করপোরেশন (আইএফসি) ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে৷ এতে বলা হয়, গতবছর ১৮৯টির মধ্যে ৬০ শতাংশ দেশ ব্যবসার নীতিতে উন্নতি করেছে৷বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস-২০১৬-এর তালিকায় প্রথম হয়েছে সিঙ্গাপুর৷ এ তালিকার শীর্ষের অন্য দেশগুলো হচ্ছে- নিউজিল্যান্ড (দ্বিতীয়), ডেনমার্ক (তৃতীয়), দক্ষিণ কোরিয়া (চতুর্থ), হংকং (পঞ্চম), যুক্তরাজ্য (ষষ্ঠ), যুক্তরাষ্ট্র (সপ্তম), সুইডেন (অষ্টম), নরওয়ে (নবম) ও ফিনল্যান্ড (দশম)৷আর এ তালিকায় ১৮৯তম অবস্থান আফ্রিকার সাহারা মরুভূমির দেশ ইরিত্রিয়া৷ এর আগের অবস্থান যুদ্ধাবস্থায় থাকা লিবিয়ার (১৮৮তম)৷ব্যবসার পরিবেশের উন্নতি হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত এ তালিকায় ১২ ধাপ এগিয়েছে৷ আগে দেশটির অবস্থান ছিল ১৪২, যা এবার ১৩০তম অবস্থানে উঠে এসেছে৷ বিশ্বব্যাংকের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে পাকিস্তান৷ আগে ছিল ১২৮তম, এবার দেশটি ১৩৮তম স্থান পেয়েছে৷ব্যবসার পরিবেশ সূচকে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ১৪২তম থেকে ১২৫তম অবস্থানে উঠে এসেছে৷ আর নেপাল পাঁচ ধাপ পিছিয়ে ৯৯তম অবস্থানে নেমেছে৷