Jhenidah human chain photo 28-10-15 (2)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৮ অক্টোবর ২০১৫: প্রকৌশলী, কৃষিবিদ, চিকিত্‍সক (প্রকৃচি) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি এ সকল ক্যাডারকে পদোন্নতির সমান সুযোগ, আনত্মক্যাডার বৈষম্য নিরসন, ও বাতিলকৃত সিলেকশন গ্রেড, অষ্টম পে-স্কেল ২০১৫ ও টাইমস্কেল পুর্নবহালসহ ৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে ৷ এ মানবন্ধন কর্মসূচী বুধবার দুপুর প্রায় ১ টার সময় শহরের পোষ্ট অফিস মোড়ে এ পালন করা হয়৷ মানবন্ধনে বক্তব্য রাখেন বিসিএস সমন্বয় কমিটি ঝিনাইদহ জেলা শাখার সহ-আহ্বায়ক প্রফেসর মহব্বত হোসেন, সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবতর্ী, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : হাফিজুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রকিব-উল আলম, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদা সুলতানা, কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরম্নজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, মাধ্যমিক শিৰা অফিসার শেখ কামরম্নজ্জামান, প্রমুখ৷ বক্তারা সরকারের দৃষি আকর্ষণ করে বলেন, আমরা সবাই সরকারী চাকুরীজীবি৷ আমাদের সকল কাজ উপকারের জন্য ৷ এ আন্দোলন শুধুমাত্র বাংলাদেশ সরকারের উন্নয়নের জন্য৷