nepal president

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: নেপালের ইতিহাসে এবারই প্রথম এক নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নারী অধিকার নিয়ে কাজ করা বিদ্যা দেবী ভান্ডারিকে দেশটির সংসদ প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে তাকে নেপালের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচিত করলো সংসদ। আগে দেশটিতে রাজতন্ত্র প্রচলন ছিলো।বুধবার দেশটির সংসদে ৩২৭ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির (মাকার্সবাদী-লেনিনবাদী) নেতা বিদ্যা ভান্ডারি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২১৪ ভোট।নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির নেতা খাদগা প্রসাদ ওলি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সাত বছর আগে নেপালে রাজতন্ত্র উঠে গেলে রাম বরণ যাদব প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন বিদ্যা।