1057_343865

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: বিএনপির মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সরকার ব্লেম গেম খেলছে।রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এ ঘটনায় যাতে বিএনপিকে জড়ানো না হয় এজন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।বুধবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির মুখপাত্র।তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দুই বিদেশী খুনের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আনার লক্ষ্যে বিএনপির দুজন নেতার নাম উল্লেখ করেছেন। একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেছেন বিএনপি নেতা কাইয়ুমই সেই বড় ভাই। বিএনপি নেতার নাম জড়িয়ে যে কাল্পনিক ও অসত্য কথা বলা হচ্ছে তাতে সত্যের লেশমাত্র নেই।

রিপন অভিযোগ করেন, বিদেশী হত্যার ঘটনায় বিএনপিকে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী সংগঠন বানানো অপচেষ্টা করা হচ্ছে। বিরোধী দলকে সন্ত্রাসী সাজানোর নাটক বন্ধ করুন। এভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ আতংকিত হবে।তিনি বলেন, বিএনপি আগেই ধারণা করেছিল- এই ঘটনায় বিএনপিকে জড়ানো হবে। বিদেশী হত্যাকাণ্ড নিয়ে বিএনপি যেই আশংকা করেছিল সেটাই প্রমাণিত হয়েছে।এ ঘটনার পর থেকেই সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দিয়ে আসছিল। সরকারের এরকম মনোভবের কারণে প্রকৃত খুনিরা ধরা ছোয়ার বাইরে চলে যাবে বলে মনে করেন বিএনপি মুখপাত্র।এ সময় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর জাতি যখন একটি নির্বাচনের মুখোমুখি ছিল, ঠিক তখনই লগিবৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ। সেদিন যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন রিপন।বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সূত্র ধরে বিএনপি নেতাদের নাম জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে আজগুবি ও কাল্পনিক বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

আসাদুজ্জামান রিপন বলেন, ইতালির নাগরিক তাবেলা সিজার ও জাপানি নাগরিক হোসি কুনিওর হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা। কিন্তু এ হত্যাকাণ্ডে কথিত বড় ভাই বলে বিএনপি নেতা আব্দুল কাইয়ূম ও হাবীব-উন নবী খান সোহেলকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আজগুবি ও কাল্পনিক। আমাদের আশঙ্কা এই বক্তব্যের মাধ্যমে বিএনপিকে হয়রানি করার চেষ্টা চলছে।সরকারের তরফ থেকে এই ধরনের বক্তব্যে মাধ্যমে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া সরকারকে ব্লেইম গেইম বন্ধ করার দাবিও জানান তিনি।বিএনপি কোনো ধরণের হত্যা ও খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় দাবি করে তিনি বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ভবিষ্যতেও নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে।

আওয়ামী লীগ তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী প্রতিহিংসার রাজনীতি করছে অভিযোগ করে বিএনপি মুখপাত্র বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় বিএনপি।এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়। তবে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন বলির পাঁঠা না হয় সেই জন্য নিরপেক্ষ তদন্ত কমিটির করার দাবি জানিয়েছেন তিনি।বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত করা হলে বিএনপি কোনো নেতাকর্মীর নাম আসবে না বলেও দাবি করেছেন তিনি।সংবাদে সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীমসহ আরো অনেকে নেতা উপস্থিত ছিলেন।