1445960719

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: বজরঙ্গি ভাইজান সিনেমার ছোট্ট মেয়ে মুন্নির মতোই অবশেষে নিজের দেশে ফিরে আসতে পেরেছে পাকিস্তানে আটকে পড়া মুক-বধির ভারতীয় কিশোরী গীতা। আর বাস্তবের মুন্নিকে স্বাগত জানাতে ভোলেননি রূপালি পর্দার বজরঙ্গি ভাইজান সালমান খান।২৬ অক্টোবর টুইটারে সালমান লেখেন, দুটি দেশ একসঙ্গে কাজ করে একটি মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনল। একেই বলে ভালোবাসার শক্তি। নিজের বাড়িতে তোমায় স্বাগতম গীতা। ঈদ-উল-ফিতরে সালমানের সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাওয়ার পর গীতার গল্প উঠে আসে।

সিনেমায় দেখানো হয়, পাকিস্তানি এক বোবা মেয়ে মুন্নি ভারতে হারিয়ে যায় আর তাকে দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় এক যুবক। অনেকটা এমনই ঘটেছিল গীতার সঙ্গে। ২০০৪ সালে ভারতের পাঞ্জাবের এক মেলায় হারিয়ে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী গীতা। এরপর সীমানা পেরিয়ে সে চলে যায় পাকিস্তানে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাকে তুলে দেয় ঈদি ফাউন্ডেশনের হাতে। দাতব্য এই সংস্থার তত্ত্বাবধানে ১৫ বছর কাটিয়েছেন গীতা। পাকিস্তানে গীতার অভিভাবকের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের প্রধান বিলকিস ঈদি, গীতা নামটিও তারই দেয়া।এদিকে পাকিস্তানে থাকার সময়েই ভারতে ফিরে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গীতা। বজরঙ্গি ভাইজান’ সিনেমার পরিচালক কবীর খান জানিয়েছেন, গীতা নিজের বাড়িতে ফিরে গেলেই তাঁর ইচ্ছে পূরণের ব্যবস্থা করবেন তাঁরা।