দৈনিকবার্তা-ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করেই ঢাকাকে বাসযোগ্য রাখতে হবে৷ প্রতিদিন ২৭৫ টাকা কিস্তিতে ২০ বছরের মধ্যে পরিশোধের সময় বেঁধে দিয়ে বস্তির বাসিন্দাদের দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷ স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য ৪০ থেকে ৫০ হাজার অ্যাপার্টমেন্ট করার পরিকল্পনার কথাও জানান তিনি৷বুধবার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত আরবান ফোরাম আয়োজিত ‘নগর দরিদ্রদের জন্য আবাসন: সমস্যা, সম্ভাবনা, নীতি ও করণীয়’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন৷
গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার ছিন্নমূল মানুষের উন্নত বাসস্থান নিশ্চিত করতে শহর সংলগ্ন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করছে৷ জাতীয় গৃহায়ন কতর্ৃপৰ বসত্মিবাসীদের পুনর্বাসনের জন্য মিরপুরে ২ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে৷ ৪৫০ বর্গফুটের এসব ফ্ল্যাট বসত্মিবাসীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে৷তিনি বলেন, প্রতিদিন ২৭৫ টাকা হারে ভাড়া দিয়ে বরাদ্দপ্রাপ্ত বসত্মিবাসী ২০ বছরের মধ্যে এ ফ্ল্যাটের মালিক হবে৷ এ এলাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য আরো প্রায় ৪০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে৷ বসত্মিবাসীদের পুনর্বাসন কর্মসূচিকে আরো সম্প্রসারণ করার পরিকল্পনা সরকারের রয়েছে৷তিনি বলেন, বসত্মিতে বসবাসকারীরা ধনীদের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত৷ পরিচ্ছন্ন আবাসিক এলাকায় বিত্তশালীরা বসবাস করলে তাকে সহযোগিতা প্রদানকারীরা কোথায় থাকবে, এ বিষয়ে চিনত্মাভাবনার অবকাশ রয়েছে৷ দেশের বিপুল সংখ্যক ছিন্নমূল ও বসত্মিবাসীর জন্য মানসম্মত জীবনের নিশ্চয়তা বিধান করা সরকারের একার পৰে সম্ভব নয়৷ ছিন্নমূল মানুষের সেবা গ্রহণকারী বিত্তশালীদেরও এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে৷গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পউলিন টামেসিস, আরবান ফোরামের উপদেষ্টা সাবেক সচিব আবু আলম মো. সহিদ খান৷অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর আবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক শহিদুল আমীন৷