????????????????????????????????????
দৈনিকবার্তা-গাজীপুর, ২৮ অক্টোবর ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর অগ্রবর্তী মাষ্টার পস্নান প্রণয়ণের চুক্তি বুধবার ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস্ ও মার্ক আর্কিটেক্টস্ এন্ড ইঞ্জিনিয়ারিং লি: এর সঙ্গে স্বাৰরিত হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারম্নন-অর-রশিদ এর সভাপতিত্বে কনফারেন্স রম্নমে অনুষ্ঠিত সভায় এ চুক্তি স্বাৰর হয়৷ এ মাস্টার পস্নানে সিনেট হল, সুপরিসর আইটি ভবন, ডরমেটরী ভবন, শিৰক প্রশিৰন ট্রেনিং রম্নম, উর্দ্ধতন কর্মকতর্াদের থাকার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে৷ এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মান সম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে৷

চুক্তি স্বাৰর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভ্থইয়া, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার মো: নামান উপর রশীদ, রেজিষ্ট্রার মোলস্না মাহফুজ আল-হোসেন, পরিচালক মো: আবু হানিফ, ডিডিসিএল এর পরিচালক এ কে এম নাসির উদ্দিন, মার্ক আর্কিটেক্টস্ এন্ড ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার ডিরেক্টর ইঞ্জি: আব্দুলস্নাহ আল মামুন, নিবার্হী প্রকৌশলী মো: মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন৷