Mohit1445944339

দৈনিকবার্তা-ঢাকা ২ ৭ অক্টোবর ২০১৫: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷সফররত রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন৷ এ সময় তিনি বলেন বলেন, এটা ব্যাড সিগন্যাল৷ আই এম আনহ্যাপি৷এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের চেয়ারম্যানকে ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন৷তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবং তা আগের বছরের তুলনায় কতটা কম সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি৷

অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে৷ বিষয়টি খুবই উদ্বেগের৷ জাতীয় রাজস্ব বোডের্র (এনবিআর) অভ্যন্তরীণ বিরোধই এর জন্য দায়ী৷ এর ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে৷তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে এনবিআর’র অভ্যন্তরীণ বিরোধ কমাতে হবে এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷ বিরোধ কমাতে এরই মধ্যে এনবিআর চেয়ারম্যানকে তলব করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷