27-10-15-dhaka-city-al-bord_169966

দৈনিকবার্তা-ঢাকা ২৭ অক্টোবর ২০১৫: কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, কানাডার আদালতে দুর্নীতি হয়নি প্রমাণ হওয়ায় পদ্মা সেতু নিয়ে অভিযোগ করায় বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত ৷মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি৷

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরম্নল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ৷আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, পবিত্র সবে-ই-বরাতের রাতে পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে যারা হত্যা করেছে তারাই পবিত্র আশুরার রাতে গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে৷

তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে যারা নিরীহ মানুষকে হত্যা করে তাদের বিরম্নদ্ধে গণজাগরণ তৈরি করে সে কাপুরুষদের প্রতিহত করতে হবে৷বেগম মতিয়া চৌধুরী পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগকে সরকারে বিরম্নদ্ধে ষড়যন্ত্র ছিল বলে উল্লেখ করে বলেন, কানাডার একটি আদালতে পদ্মা সেতু প্রকল্প নিয়ে কোন দুর্নীতি হয়নি বলে প্রমাণিত হয়েছে৷ বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, আর যারা ইয়াতিমের টাকা চুরি করল এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে টাকা পাঠাল তাদের বিচার কেন হবে না৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে৷ তিনি আরো বলেন, এখন মানুষের আঙ্গুলের মাথায় পুরো বিশ্ব চলে এসছে৷ কেননা মোবাইলের মাধ্যমে তারা সারা পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করতে পারছে৷ আর এরই নাম ডিজিটাল বাংলাদেশ৷

মাহবুব-উল-আলম হানিফ বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রসত্ম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে পাকিসত্মানী ভাবধারার একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে৷তিনি বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং বেগম খালেদা জিয়া ও তারপুত্র তারেক রহমানের বিরম্নদ্ধে দুর্নীতি মামলা শুরুর পর থেকে এ ষড়যন্ত্র শুরম্ন হয়েছিল৷ পেট্রল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, বিদেশী নাগরিকদের হত্যা এবং তাজিয়া মিছিলের ওপর হামলা সে ষড়যন্ত্রেরই অংশ৷মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বেগম খালেদা জিয়া পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়েছেন৷ তাই তিনি এখন বিদেশী নাগরিক হত্যার পথ বেছে নিয়েছেন৷

কামরম্নল ইসলাম বলেন, একটি বিশেষ মহল প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য এক একটি হত্যাকান্ডের পর আইএসের নাম ব্যবহার করছে৷তিনি বলেন, ইতোমধ্যে দু’বিদেশী নাগরিক হত্যার তথ্য বেরিয়ে এসেছে৷ পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের ওপর হামলার তথ্যও বেরিয়ে আসবে৷তিনি আরো বলেন, বিএনপি যে রাজনীতি করছে সে রাজনীতির জন্য তাদের রাজনীতি করা দুরহ হয়ে পড়েছে৷ তারা তাদের ষড়যন্ত্রের পথ পরিহার না করলে তারা তাদের অসত্মিত্ব সংকটে পড়বে৷