Police-Arrest2

দৈনিকবার্তা-রাজশাহী ২ ৭ অক্টোবর ২০১৫: রাজশাহী তানোরে নাশকতার মামলায় ১ জামায়াত কর্মীকে আটক করেছে তানোর থানা পুলিশ৷ সোমবার দিবাগত রাতে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানুড়া গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল জলিলকে (৪০) আটক করা হয়৷ তিনি কামারগাঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মহাসিনের ছেলে৷ উপজেলা জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, আব্দুল জলিল জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন৷ গতকাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে৷ তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার মামলায় আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে৷ সে দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন৷