দৈনিকবার্তা-গাজীপুর, ২ ৭ অক্টোবর ২০১৫: গাজীপুরে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বনবিট কর্মকর্তার বিরম্নদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে৷ উপজেলার চন্দ্রা পলস্নীবিদু্যত্ জোড়া পাম্প এলাকার মেসার্স রেশমা এন্টারপ্রাইজে মালিকের কাছে র্যাব-১ এর মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজীকালে তপন কুমার দে (৪৫) নামের এক ভুয়া মেজরকে আটকের ঘটনায় এমামলা দায়ের করা হয়৷ রেশমা এন্টারপ্রাইজের মালিক জসিম উদ্দিন ইকবাল বাদী হয়ে ভুয়া মেজর তপন কুমার দে এবং তাকে প্ররোচনা দেয়ার জন্য চন্দ্রা বিট কর্মকর্তা রফিকুল ইসলামের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা (নং ২৯) দায়ের করেছেন৷গ্রেপ্তারকৃত তপন কুমার দে নোয়াখালীর বেগমগঞ্জ থানার মাধবসিং গ্রামের জগদিশ চন্দ্র দে’র ছেলে এবং কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় বসবাস করে ও রফিকুল ইসলাম জামালপুরের মাদার গঞ্জের জোড়া খালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে৷ সে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের বিট কর্মকতর্া হিসেবে কর্মরত ছিলেন৷
মামলার বিবরণে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা বিট কর্মকর্তা রফিকুল ইসলামের হুকুম ও যোগসাজসে তপন কুমার দে গত ২৩ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকার মেসার্স রেশমা এন্টারপ্রাইজে প্রবেশ করে নিজেকে র্যাব-১ এর মেজর আরিফ পরিচয় দেন৷ পরে সে ওই প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন ইকবালের বিরম্নদ্ধে অভিযোগ আছে বলে জানায়৷ অভিযোগ থেকে মুক্তি পেতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে৷ চাঁদা না দিলে জসিম উদ্দিন ইকবালকে ক্রস ফায়ার দিয়ে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়৷ এসময় র্যাবের মেজর পরিচয়দানকারী তপন কুমার রফিকুল ইসলামের মোবাইলে ফোন দিয়ে লাউড স্পিকারে শুনায় যে জসিমকে মারিয়া ফেল৷ তাদের ফোনের কথোপকথন শুনে জসিম উদ্দিন তাত্ৰনিক বিষয়টি গাজীপুর ডিবি পুলিশকে অবহিত করেন৷ পরে বিষয়টি শুনার পর রাত পৌনে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে র্যাবের মেজর পরিচয়দান কারী তপন কুমারকে জিজ্ঞাসাবাদ করলে সে র্যাবের মেজর নন বলে জানায়৷ পরে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে গাজীপুর ডিবি অফিসে নিয়ে যায়৷ এঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে চন্দ্রা বিট কর্মকর্তা রফিকুল ইসলাম ও তপন কুমারকে আসামী করে কালিয়াকের থানায় একটি মামলা দায়ের করেছেন৷
এদিকে মামলার পর থেকে জসিম উদ্দিনকে চন্দ্রা বিট কর্মকর্তা রফিকুল ইসলাম মেরে ফেলার হুমকি প্রদান করছে বলে মামলার বাদী জানান৷কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ.কে.এম.তৌহিদ হোসেন জানান, বিষয়টি ভিত্তিহীন ও সাজানো অবৈধ দখলে থাকা বনের জমি উদ্ধারের কারণে এ মামলা দায়ের করা হয়েছে৷এব্যাপারে গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তপন কুমারকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে৷এব্যাপারে প্রধান বন সংরৰক (সিসিএফ) এর পৰে এর সহকারি মো. ফারম্নক হোসেন জানান,চন্দ্রা বিট কর্মকতর্া রফিকুল ইসলামের নামে এ সংক্রানত্ম মামলা হয়েছে বিষয়টি অবগত আছেন৷ তদনত্ম সাপেৰে ব্যবস্থা নেয়া হবে৷