doinik

দৈনিকবার্তা-রংপুর, ২৬ অক্টোবর ২০১৫: বাড়ি ফেরার আনন্দ উচ্ছাসের মাঝে আবারও গুলির ভয় সৌরভের৷ এখনও স্বপ্নে দেখে কে যেন তাকে গুলি করছে, ঘুমের ঘোরে আত্‍কে ওঠে৷ মাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকে৷ ঘুমের ঘোরেও সৌরভ দেখে কি স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন তাকে গুলি করেছে৷

সৌরভের আকুতি, আমাকে যেন আর কেউ গুলি করে মারতে না চায়৷ আমি বাঁচতে চাই সারাজীবন৷ আমার ভয় করছে বাড়ি ফিরতে৷সুস্থ্য হয়ে বাড়ি ফেরার আনন্দের মাঝেও সে বিমর্ষ ওয়ে ওঠে৷ হাসপাতালে পুলিশ পাহাড়ায় সে এতদিন নিজেকে নিরাপদ মনে করছিল৷ এখন বাড়ি ফেরার পালা৷ এ সময় বাবা-মাকে তার জিজ্ঞাসা, আবার তাকে কেউ গুলি করবে না-তো?সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুসার্জিক্যল ওয়ার্ডের বিছানায় বসে সৌরভের মা সেলিনা বেগম আনন্দ-বেদনার অশ্যু চোখে যুগান্তরের কাছে সৌরভের এমনই অভিব্যক্তি জানালেন৷ হাসাপতালে সৌরভের সাথে অনেকের ভালবাসা- স্নেহের সম্পর্ক হয়েছে৷ তাই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার সময় অনেকেই তাকে বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন৷ এত ভালোবাসা পেয়ে সে খুশি৷

হাপতালের বিছানা থেকে একা একা পায়ে হেটে হাসপাতাল কড়িডোর দিয়ে পরিচালকের চেম্বারে যেতে যেতে সৌরভ বলে- সাংবাদিক আঙ্কেল, আপনারা সরকারকে বলেন আমার স্কুলে যেতে, খেলাধূলা করতে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে যেন কোন অসুবিধা না হয়৷ আমার চাচুকে আর বাবা-মাকে যেন এমপি আঙ্কেলের লোকজন মেরে না ফেলে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেলা ১২টায় তাকে ছাড়পত্র দেয়া হয়৷ এর পর পুলিশ পাহাড়ায় একটি অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নিজ গ্রামে ফিরে যায় সৌরভ৷ সাথে তার বাবা সাজু মিয়া, মা সেলিনা বেগমসহ আত্মীয়-স্বজনরা ছিল৷ এর আগে হাসপাতালের পরিচালক ডা.আসম বরকতউল্লাহ সৌরভের চিকিত্‍সা ও ছাড়পত্র দেয়া প্রসঙ্গে প্রেসব্রিফিং করেন৷তিনি বলেন, গত ২৪ দিন ধরে নিবির পর্যবেক্ষনে রেখে সৌরভকে চিকিত্‍সা দেয়া হয়েছে৷ তার পায়ের যে সামন্য সমস্যা রয়েছে তা ফিজিও থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে৷ তারপরও যদি তার কোন কারনে অসুবিধা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় আবারও হাসপাতালে নিয়ে এসে চিকিত্‍সার ব্যবস্থা করবে৷

গত ২ অক্টোবর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার-১ আসনের আওয়ামীলীগ সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভকে মদ্যপ অবস্থায় গুলি করে হত্যা প্রচেষ্টা চালায়৷ শিশুটিকে যখন তার পরিবার স্থানীয়দের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সার জন্য নিয়ে যাচ্ছিল তখনও সংসদ সদস্যের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটক করে শিশুটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়৷ পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেলে সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিত্‍সা দেয়া হয়৷ মনজুরুল ইসলাম লিটন এখন গাইবান্ধা কারাগারে আটক আছেন৷