দৈনিকবার্তা-হিলি, ২৬ অক্টোবর ২০১৫: স্বারদীয় দূর্গাপুজা ও পবিত্র আশুরা উত্যাপন উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে৷ শুরু হয়েছে বন্দরের লোড-আনলোড কার্যক্রমও ৷ এতে ফিরে এসেছে বন্দরের কর্মচাঞ্চল্য৷
হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে৷ তবে পুজো উত্সবে যারা যোগ দিয়েছিলেন তারাও নিজ নিজ দেশে ফিরতে শুররুকরেছেন৷ ফলে যাত্রী পারাপার কিছুটা বেড়েছে৷ হিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক অব্দুর রহমান লিটন জানান, দু’টো উত্সব পাশাপাশি হওয়ায় গত ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যনত্ম আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যনত্মরিন সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল৷ ২৬ অক্টোবর সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে৷