1445832943

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৬ অক্টোবর ২০১৫: ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর নামকস্থানে বালি বোঝাই ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালক ডালিম হোসেন (৩৫) ও আব্দুর রহমান (৪০)ঘটনাস্থলে নিহত হয়েছে, আহত হয়েছে হাসান ও কবির নামের ২ ট্রাক হেলপার৷ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে৷ আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নিহত কাভার্ড ভ্যানের চালক ডালিম হোসেন যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে৷ অপর ট্রাক চালক আব্দুর রহমান এর বাড়ি যশোরের মনিরাপুরে৷

474

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার শ্রীরামপুর নামকস্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালি বোঝাই ট্রাকের পানচার হওয়া চাকা ট্রাক দাড় করিয়ে মেরামত করা হচ্ছিল৷
সকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী আফিল এগ্রো লিমিটেডের একটি কাভার্ড ভ্যান ঐ ট্রাকটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়৷ এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ বালি বোঝাই ট্রাকের ভিতরে ঢুকে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়৷ এসময় ঘটনাস্থলেই বালি বোঝাই ট্রাকের চালক আব্দুর রহমান ও কাভার্ড ভ্যানের চালক ডালিম হোসেন নিহত হয়৷ আহত হয়েছে বালি বোঝাই ট্রাকের হেলপার হাসান ও কাভার্ড ভ্যানের হেলপার কবির হোসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার ও ট্রাক দুটি আটক করা হয়েছে৷