Asaduzzaman-Khan-Kamal

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: রেড অ্যালার্ট নয়, শাহজালাল বিমানবন্দরে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান৷ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে৷ তবে বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি৷

কেন ঢেলে সাজানো হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ভাব চলছিলো৷ কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঢিলেঢালা ভাব চলে না৷ তাই বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে৷তাবেলা সিজারের হত্যা রহস্য উদঘাটন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা শিগগিরই জেনে যাবেন৷ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েক জনকে আটক করা হয়েছে৷ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পৃথিবীর অনেক দেশেই এমন হত্যাকাণ্ড হয়৷

প্রসঙ্গত, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে৷ এর অংশ হিসেবে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ একই সঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ সোমবার সকাল ১০টা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার৷পুলিশের এই কর্মকর্তা বলেন, নাশকতার ঘটনা ঘটতে পারে এবং দুবর্ৃত্তরা বিস্ফোরক কোনো কিছু নিয়ে বিমানবন্দরে আসতে পারে, যা মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না এমন তথ্য গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে৷ এ কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে৷

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে তথ্য পেয়েছি৷ এ কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ বিমানবন্দরে যাতায়াত করা যাত্রী ও বিদেশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷সামপ্রতিক কয়েকটি হামলা ও হত্যাকাণ্ডের পর ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷এর অংশ হিসেবে এ বিমানবন্দরে যাত্রীদের তল্লাশি বাড়ানো হয়েছে৷ সেই সঙ্গে দর্শনার্থীর প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি৷ বিমানবন্দরের পরিচালক জাকির হাসান সোমবার লেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে৷বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিমানবন্দরে রেড অ্যালার্ট জারির খবর ঠিক নয়৷ নিরাপত্তার স্বার্থেই সতর্কতা বাড়ানো হয়েছে৷ এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷তবে গোয়েন্দাদের কাছ থেকে ঠিক কী ধরনের তথ্য পাওয়া গেছে, বিমানবন্দরে হামলার কোনো হুমকি এসেছে কি না- সে বিষয়ে কোনো তথ্য দেননি বিমানবন্দরের পরিচালক৷

কয়েকটি গণমাধ্যম রেড অ্যালার্ট জারির যে খবর দেওয়া হয়েছে তা সঠিক নয় জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে৷প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্থ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে৷তবে বিষয়টি অস্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কোনো সতর্কতা জারি করা হয়নি৷ আগের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ এদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সোমবার সকাল থেকে এ নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচাযর্্য আজ দুপুরে বলেন, ঢাকায় হোসেনি দালানে গ্রেনেড হামলা, মানবতাবিরোধী অপরাধের মামলার রায়সহ সামগ্রিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সতর্ক থাকতে বলা হয়েছে থানা ও ফাঁড়ি পুলিশকে৷