দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৪-১৫ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ এদিকে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা৷ আগে, এ কর্মসূচি জেলাভিত্তিক ছিল এখন তা উপজেলাভিত্তিক করা হয়েছে৷ কর্মহীন যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম (এনএসপি) ২০ উপজেলায় সম্প্রসারণের সিদ্ধানত্ম নেয় সরকার৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সম্পর্কিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রসত্মাবের অনুমোদন দেয়া হয়েছে৷ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসেইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফকালে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর দারিদ্র্যের শ্রেণী বিন্যাসের ভিত্তিতে এই ২০ উপজেলা নির্ধারণ করা হবে৷ এর প্রত্যেক উপজেলায় দেড় হাজার করে যুবককে প্রশিক্ষণ দেয়া হবে৷তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধানত্ম মোতাবেক এনএসপি’র জন্য পরিসংখ্যান বু্যরোর শ্রেণীকৃত সবচেয়ে দারিদ্র্যতম ২০ উপজেলা বেছে নেয়া হবে৷ এই প্রোগ্রাম ২০১৫-১৬ অর্থবছর পর্যনত্ম চলবে৷
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুসরণে ৩ মাস প্রশিৰণের পর ২ বছরের জন্য শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ২০১০ সালে এনএসপি চালু হয়৷শুরুতে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জের ১৯ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যুবকদের জন্য এই কর্মসূচির উদ্বোধন করা হয়৷ পরে বয়স ২৪ থেকে ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস নির্ধারণ করা হয়৷দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের ৮ উপজেলা এবং তৃতীয় পর্যায়ে ১৭ জেলার ১৭ উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারিত হয়৷মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাথাপিছু জাতীয় আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রপ্তানি, রেমিটেন্স, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বাড়ায় মন্ত্রিসভা সন্তুষ্ট৷২০টি নতুন উপজেলার দেড় হাজার করে অতি দরিদ্র মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান মোশাররাফ হোসাইন৷