দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতায় নির্মিত হতে যাচ্ছে ১ হাজার ২৩৮ মিটার দীর্ঘ ফ্লাইওভার৷ সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে প্রায় ২ শত ৪০ কোটি টাকা৷ আগামী ২ বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে৷
সোমবার রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি স্বাৰরিত হয়েছে৷ চুক্তি স্বাৰর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ এ প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এলাকায় প্রায় ১ কিলোমিটার অংশ ৮ লেনে এবং প্রায় ২ কিলোমিটার ৪ লেনে উন্নীত করা হবে৷ এছাড়া ঢাকা-বাইপাস মহাসড়কের ২ কিলোমিটার অংশ ৬ লেনে উন্নীতকরণ, ভূলতা বাজারে ৩টি ইন্টারসেকশনের উন্নয়ন, বাজার অংশে ৩ হাজার ৬শ মিটার ড্রেনসহ ফুটপাত নির্মাণ করা হবে৷
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবাল এবং নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ওয়েঞ্জ ওয়াই স্বাক্ষর করেন৷ নারায়ণগঞ্জের ভূলতা বাজারটি ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস জাতীয় মহাসড়ক এবং ভূলতা-আড়াইহাজার ও ভূলতা-রূপগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল৷ ফ্লাইওভারটি নির্মিত হলে এ ইন্টারসেকশনটি যানজটমুক্ত হবে৷ পাশাপাশি দুটি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে৷এসময় অন্যান্যর মাঝে সংসদ সদস্য শামীম ওসমান, মো. নজরম্নল ইসলাম বাবু ও গোলাম দসত্মগীর গাজীসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷