দৈনিকবার্তা- জামালপুর, ২৬ অক্টোবর ২০১৫: জামালপুর জেলার মেলান্দহে রেল ট্রেনের ধাক্কায় অটোরিঙ্ার যাত্রী একই পরিবারের ৩জনসহ ৬জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩জন৷ প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সুত্রে জানাযায়, সোমবার দুপুরে মেলান্দহ বাজার থেকে ব্যাটারী চালিত একটি অটো রিঙ্ায় ৮জন যাত্রী নিয়ে চালক শ্যামপুর বাজারে যাত্রা শুরু করে৷অটো রিঙ্াটি দিঘলবাড়ি-নয়ানগর রেলক্রসিং পারাপারের সময় হঠাত দেওয়ানগঞ্জ থেকে আগত ময়মনসিংহগামী কমিউটার-২ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থালে একই পরিবারের ৩জনসহ ৬জন মারা যায়৷এসময় মারাত্বক আহত হন আরো ৩জন৷
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগরের বাসিন্দা মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে অটো রিঙ্া চালক হাসমত আলী হাসু(২৫)তার ছোট বোন বৃষ্টি(২০) ও মাতা জরিনা খাতুন৷ এছাড়া উত্তর বালুরচরের ফরিদের স্ত্রী হাসনা(২৫) ঋষিপাড়ার বাসিন্দা সমিত্র ঋষির স্ত্রী শুকুরী ঋষি(৪০) এবং পালপাড়ার বাসিন্দা বজেন্দ্র পালের স্ত্রী নিন্দুমনিপাল(৪৫) রয়েছে৷ আহতরা হলেন,একই উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা আব্দুল জলিল(৪০) মসিউর(৩৫) এবং উত্তর বালুরচর গ্রামের ফরিদ(৩০)৷ আহতদের প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ভর্তি করার পর ফরিদের অবস্থা আরো অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে চিকিত্সরা জানিয়েছে৷এব্যপারে রেলওয়ে থানার ওসি আলাউদ্দিন নিহদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তাত্ক্ষনিক মেলান্দহ উপজেলার নির্বাহী অফিসার ও ওসি দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেছেন৷ উল্লেখ্য যে জামালপুর রেলওয়ে জোনে বেশীর ভাগ রেলক্রসিং এর কোন গেইটবেরীয়ার নেই৷ তাই প্রতি বছর এলাকায় একাধিক রেল দূর্ঘটনায় বহু সংখ্যক মানুষ প্রাণ হারায়৷