দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)৷সোমবার দুপরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন ইসির অ্যাডভোকেট-অন-রেকর্ড ব্যারিস্টার ড.মো. ইয়াসিন খান৷মঙ্গলবার (২৭ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হতে পারে৷ এর আগে রোববার (২৫ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল হাইকোটের্র আদেশ স্থগিত চেয়ে আবেদন করার কথা বললেও সেদিন কোনো আবেদন করেননি রাষ্ট্রপক্ষ৷ নির্বাচন কমিশনের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মো. ইয়াসিন খান সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন৷পরে তিনি বলেন, মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে৷
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ইসি খেলাপি ঋণের কারণে বাতিল করলেও হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে তাকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা৷ওই দিনই ইসির প্যানেল আইনজীবী মোহাম্মদ ইয়াসিন খান বলেন, হাই কোর্টের ২১ অক্টোবরের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা৷অক্টোবর মাস জুড়ে সুপ্রিম কোর্টে অবকাশ চলছে৷তবে জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ রয়েছে৷ অবকাশকালে ২৭ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত রয়েছে৷
ভাই আবদুল লতিফ সিদ্দিকীর আসনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা কাদের সিদ্দিকী বলে আসছেন, তার মনোনয়নপত্র বাতিলের পেছনে ষড়যন্ত্র রয়েছে৷কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘ঋণ খেলাপ করেছে’ যুক্তি দেখিয়ে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা৷এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়৷ এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করেন৷ ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল দেয়৷কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কতৃতর্্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়৷হাই কোর্টের আদেশ পক্ষে পেয়ে ইতোমধ্যে নিজের দলীয় প্রতীক গামছা মার্কার প্রচার শুরু করেছেন লতিফের ভাই কাদের৷