2015_10_26_13_38_09_juwc2zIZQYUI228rGylmQP8KFVuFsb_original

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: এমপিওভুক্তির সরকারি দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ সোমবার সকাল ১০টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করে৷ বিকেল পাঁচটা পর্যন্ত তা চলে৷েসারাদেশ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষক এমপিওভুক্তির দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন৷অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে ডিজিটাল বাংলাদেশ হবে না৷তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সব স্বীকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আবেদন জানান৷

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না৷ সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন সব স্বীকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করা হোক৷