দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান নেতা ক্রিস্টিনা কির্চনারের মনোনীত উত্তরসূরী ড্যানিয়েল সিওলি ও রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী মাওরিসিয়ো ম্যাক্রি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।সোমবার দেশের দুই-তৃতীয়াংশ নির্বাচন কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, ব্যবসায়ী ম্যাক্রি ৩৬ শতাংশ ভোট এবং সিওলি ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।
তবে সিওলির শক্ত ঘাঁটি বুয়েন্স আয়ার্স প্রদেশের বেশিরভাগ নির্বাচনী কেন্দ্রের ফলাফল এখনও পাওয়া যায়নি।আর্জেন্টিনার নির্বাচনী আইন অনুযায়ী, নিরঙ্কুশ বিজয়ের জন্য একজন প্রার্থীকে ৪৫ শতাংশের বেশি ভোট অথবা কমপক্ষে ৪০ শতাংশ ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকতে হবে। এবারের নির্বাচনে কোন প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট হবে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মত দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।