দৈনিকবার্তা-গাইবান্ধা, ২৫ অক্টোবর ২০১৫: শিশুকে গুলি করে তীব্র সমালোচিত গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত৷ রোববার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান এ নির্দেশ দেন৷ গত ২১ অক্টোবর জামিন আবেদন করেন লিটনের আইনজীবী৷ শুনানি শেষে বিচারক আজ জামিন নামঞ্জুর করেন৷
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ পরদিন সকাল সাড়ে ৬টার দিকে তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়৷ পরে গাইবান্ধা জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷গত ২ অক্টোবর এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে শাহাদত হোসেন সৌরভ গুরুতর আহত হয়৷ ঘটনার পরদিন সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন৷ পরে শাহবাজ গ্রামের হাফিজার রহমানের বাড়িতে গুলি, ভাংচুর ও হামলা চালানোর অভিযোগে এমপি লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন হাফিজার রহমান৷