full_631291483_1445769686

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা৷ তিন বছরের চুক্তিতে তিনি নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে৷ রোববার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে মন্ত্রণালয়৷ জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মোশাররাফের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাকে তিন বছরের চুক্তিতে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই দায়িত্বে পাঠানোর আদেশ দিয়েছে৷

আগামী ১৪ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল বিসিএস ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোশাররাফের৷নতুন দায়িত্বে যোগ দেওয়ার জন্য আগামী ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তাকে লিয়েন মঞ্জুর করেছে সরকার৷ মোশাররাফ আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন৷

সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক এতোদিন বিশ্ব ব্যাংকে বাংলাদেশের হয়ে এই দায়িত্ব পালন করে আসছিলেন৷ ১৯৫৬ সালের ১৫ ডিসেম্বর নরসিংদীতে জন্ম নেওয়া মোশাররাফ হোসাইন ভূইঞা ২০১১ সালের ৩ অক্টোবর বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পান৷ মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় মোশাররাফ হোসাইন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন৷ তার মেয়াদকাল থাকবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত৷১৪ ডিসেম্বর মোশাররাফ হোসাইনের অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তার অবসরোত্তর ছুটি বাতিল করা হয়েছে৷ ১৯৮১ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান মোশাররাফ হোসাইন৷ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজে যোগ দিয়ে তিনি জেলা পরিষদের সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন৷

২০১১ সালের ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে যোগ দেন মোশাররাফ হোসাইন৷ তিনি বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব৷ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে ভূইঞা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নর ছিলেন৷ আইডিবির নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি৷ এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷এছাড়াও তিনি বিদেশে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার কর্মজীবনে৷