চার্জ-শুনানি-পিছিয়েছে-ফখরুলসহ-২৩-জনের-500x320

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: নাশকতার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত৷ রোববার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন ওই দিন ধার্য করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান৷

এদিন মামলাটিতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল৷ কিন্তু মামলার অন্যতম আসামি আমান উল্লাহ আমানকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ তার উপস্থিতিতে শুনানির জন্য সময়ের আবেদন করেন৷

এর আগে গত ১০ ডিসেম্বর এ মামলায় চার্জশিটের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে৷ বহু বিতকের্র পর গত ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়৷ এরপর ২০ জানুয়ারি এ পর্যন্ত প্রায় প্রতিটি মাসেই এ মামলার অবশিষ্ট চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও কোনো না কোনো অজুহাতে চার্জ শুনানি করতে পারছেন না আদালত৷ গত ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন৷

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৩ জন গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করে মামলাটির চার্জশিট দাখিল করেন৷