2015-10-25_6_940785

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে সরকার ১২৫ উপজেলায় আইসিটি ভবন নির্মাণ করেছে৷ পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এ ধরণের আইসিটি ভবন নির্মাণ করা হবে৷ তিনি রোববার ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বু্যরোর (ব্যানবেইস) সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০১৫ উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন৷ নুরুল ইসলাম নাহিদ বলেন, আইসিটি ভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আইসিটি সংক্রানত্ম প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আইসিটি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে৷ এর মাধ্যমে তৃণমূল জনগণের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দেয়া সম্ভব হবে৷

পলাশীতে ব্যানেবেইস মিলনায়তনে এ প্রেসব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহ৷গত ১০ অক্টোবর থেকে শুরু সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মাসব্যাপী জরিপ পদ্ধতির বিসত্মারিত তথ্য তুলে ধরতে এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়৷

ব্রিফিংয়ে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বিসত্মারিত তথ্য সংবলিত নির্ধারিত প্রশ্নমালা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের অনলাইনে পূরণের মাধ্যমে প্রতিবছর এ জরিপ পরিচালনা করা হয়৷ শিক্ষা সচিব জানান, দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েবসাইট খোলার উদ্যোগ নেয়া হয়েছে৷ এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের ছাত্র শিক্ষক উপস্থিতিসহ বিসত্মারিত শিক্ষা কার্যক্রম ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে৷এর আগে ব্যানবেইস ভবনে বিএনসিইউ মিলনায়তনে সবার জন্য শিক্ষা গ্লোবাল মনিটরিং রিপোর্ট ২০১৫ প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর চালু ৫ম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ও ৮ম শ্রেণিতে জেএসসি ও সমমান পরীক্ষা শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছে৷