দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামের প্রপাগান্ডায় আন্তর্জাতিক চক্রান্তের শিকার হচ্ছে দেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনা ঘটলে বিদেশি বন্ধুরা বাংলাদেশে আইএস আছে বলে যে কথা বলে থাকেন, তা ঠিক না৷ তদন্ত করা হচ্ছে, এতে সব বের হয়ে আসবে৷ বাংলাদেশে কিছু হলেই আইএস-এর নামে দায় স্বীকারের যেসব বার্তা আসছে, তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷
তিনি আবারও বলেন, বাংলাদেশে সাংগঠনিকভাবে আইএস-এর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ গোয়েন্দারা পাননি৷ একটা কিছু হলেই তাত্ক্ষণিকভাবে আইএস বিবৃতি দিচ্ছ৷ প্রপাগান্ডা হতে পারে, উদ্দেশ্য থাকতে পারে৷ আমরা তদন্ত করছি৷ যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, শিবির… সবই একসূত্রে গাঁথা৷ আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে শুক্রবার পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় বোমা হামলার দায় মধ্যপ্রাচের উগ্র গোষ্ঠী আইএস স্বীকার করেছে বলে একটি পর্যবেক্ষক সংস্থা খবর দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এল৷ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি৷ এখানে অন্য কোনো টেরোরিস্ট থাকতে পারে৷ তদন্ত করছি, শেষ হলে স্পষ্ট করে প্রকাশ করব৷ কে কার সঙ্গে জড়িত৷ খুব শিগগিরই জানাব৷এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশি৷ খুন হওয়ার পরও আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছিল সাইট ইন্টিলিজেন্স গ্রুপ৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি জানান, তাভেল্লা হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে কমিটির সভায় জানানো হয়েছে৷ঢাকায় যে বিদেশি নাগরিক খুন হয়েছে সেটার ব্যাপারে আমাদের তারা (পুলিশ) জানিয়েছে৷ তারা তদন্তের শেষ পর্যায়ে পৌঁছেছে৷ শিগগিরই বিষয়টি প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছে৷ তাভেল্লার খুনীরা চিহ্নিত হয়েছে কী না জানতে চাইলে সভাপতি বলেন, তারা বলেছে প্রকৃত খুনীরা চিহ্নিত৷ দ্রুতই এ ব্যাপারে তারা জানাবে৷তবে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা রহস্যের কিনারা করতে আরও সময় লাগবে বলে টিপু মুনশি জানান৷বিদেশি নাগরিক হত্যা ও হোসাইনী দালানে বোমা হামলার ঘটনা একসূত্রে গাঁথা’ বলেও মন্তব্য করেন তিনি৷কমিটির সভাপতি বলেন, এগুলো সবই একসূত্রে গাঁথা৷ দেশের ভিতরে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এসব ঘটনা ঘটছে৷ দেশকে অস্থিতিশীল করতে এসব ঘটানো হচ্ছে৷