দৈনিকবার্তা-পটুয়াখালী, ২৪ অক্টোবর ২০১৫: জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়৷ আর এরই ধারাবাহিকতায় ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদু্যতের আলো পৌঁছে দেয়া হবে৷শনিবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার সাত গ্রামে প্রায় ১৭ কিলোমিটার পল্লী বিদ্যুতের সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি৷মন্ত্রী বলেন, বিদেশে বসে বিএনপি নেত্রী দেশবিরোধী ষড়যন্ত্র করছেন৷ এরই ধারাবাহিকতায় দেশের মানুষের শান্তি বিনষ্ট করতে একের পর এক হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে৷
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অনান্যের মধ্যে বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, পল্লী বিদ্যুতায়ন বোডের্র স্থায়ী কমিটির সদস্য সুনিল চন্দ্র দে, জেলা পরিষদ প্রশাসক খান মোশারেফ হোসেন, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন প্রমুখ৷
জনসভা শেষে ফলক উন্মোচন করে বিদ্যুত্ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷ এই বিদু্যত্ লাইন নির্মাণের ফলে দুমকি উপজেলার শ্রীরামপুর, পাতাবুনিয়া বাজার, জলিসা, সাতানী, রুপাশিয়া, অঙ্গারিয়া ও বাহেরচর গ্রামের ৮৫০টি পরিবার বিদ্যুতের আলো পাবে৷