দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়াতে ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা, একজন নিহত ও শতাধিক আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও উত্কন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোসত্মফা ভুইয়া আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উত্সবে বোমা হামলা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ৷ সামপ্রদায়িক সমপ্রীতির চারণভূমি হলো বাংলাদেশ৷ এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরম্ন বলে কোন বিভাজন নেই, এখানে শিয়া-সুন্নী বলে কোন বিভাজন নাই, বিভাজন থাকতে পারে না৷
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত চারশ বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শানত্মিপূর্ণভাবে মহররমে আশুরা অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে৷ গতরাতে (শুক্রবার) দুষ্কৃতকারীরা ন্যাক্কারজনক বোমা হামলার মধ্য দিয়ে শত-শত বছরের ধর্মীয় সমপ্রীতির উপর চরম আঘাত হেনেছে৷ এরকম ন্যাক্কারজনক ঘটনা ৬১ হিজরিতে কারবালার প্রানত্মরে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এর সঙ্গে ঘটেছিল৷ আর আজ বাংলাদেশের ঐতিহাসিক হোসনি দালানের ইমামবাড়ায় ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো৷বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আশুরা উপলৰে হোসনি দালানে তাজিয়া মিছিলে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রেরই অংশ৷ আনত্মর্জাতিক ও আভ্যনত্মরিন ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করে সুবিধা ভোগ করতে চায় তারাই একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে৷ অন্যদিকে সরকার এই ঘটঁনাগুলোকে বিরোধী রাজনৈতিক মতকে দমনের উদ্দেশ্যে ব্যবহার করাতে প্রকৃত অপরাধিরা পার পেয়ে যাচ্ছে৷ শাসকশ্রেনীর দলগুলোর হীনস্বার্থ চরিতার্থ করার অপরাজনীতির ফলেই সারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে৷ এদেশের সামপ্রদায়িক-সমপ্রীতির হাজার বছরের ঐতহ্যকে যারা বিনষ্ট করতে চায় দেশ-রাষ্ট্র-জনগনের শত্রু৷ নেতৃদ্বয় সামপ্রদায়িক-সমপ্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক শক্তি ও জনগনের সম্বিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারকে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বিচারবিভাগীয় তদনত্মের মাধ্যমে প্রকৃত অপরাধিদের খুজে বের করে দৃষ্টানত্মমূলক শাসত্মি প্রদানের আহ্বান জানানো হয৷